কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুর কর্তৃক ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস’২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পালিত কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করা, সকল কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীদের মাঝে কালো ব্যাজ বিতরণ ও ধারণ করা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা, র্যালি নিয়ে সারা ইনস্টিটিউট ক্যাম্পাস প্রদক্ষিণ করা এবং র্যালি শেষে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি উল্লেখযোগ্য। এছাড়া বাদ যোহর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুর এর কেন্দ্রিয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর বিকালে ছাত্রছাত্রীদের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। সন্ধ্যায় ছাত্র হোস্টেলের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS