অনলাইন অভিযোগ দাখিল ফরম পূরণের নির্দেশনা
১. অভিযোগকারী ব্যক্তির মোবাইল নম্বর লিখতে হবে।
২. অভিযোগকারী ব্যক্তির পূর্ণ নাম লিখতে হবে।
৩. অভিযোগকারী ব্যক্তির ই-মেইল (যদি থাকে) লিখতে হবে। তবে ই-মেইল না থাকলে দেওয়ার প্রয়োজন নেই।
৪. যে দপ্তরে অভিযোগ করতে চান সেটি নির্বাচন করতে দপ্তরের নাম- অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর লিখতে শুরু করুন। অত:পর দপ্তরের নাম প্রদর্শিত হলে সেলেক্ট করুন। অথবা দপ্তরের দরন বাছাই করুন ফিল্ড থেকে বিভাগীয় পর্যায়ের কার্যালয় সেলেক্ট করে ডানে বাছাই করুন ফিল্ড থেকে অতিরিক্ত পরিচালকের কার্যালয় সেলেক্ট করার পর দপ্তর বাছাই করুন ফিল্ড থেকে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর প্রদর্শন করুন।
৫. অভিযোগের বিষয় সম্পর্কে একটি গ্রহণযোগ্য শিরোনাম দিন
৬. অভিযোগের বিবরণ হিসেবে উক্ত শিরোনামের আলোকে অভিযোগের বিস্তারিত বর্ণনা করুন।
৭. অভিযোগ সংক্রান্ত প্রমাণাদি (যদি থাকে) ফাইল যুক্ত করুন অংশের সাহাযো প্রয়োজনীয় প্রমাণাদি আপলোড করুন।
মনে রাখবেন- ফাইলের সর্বোচ্চ সাইজ ১০ মেগাবাইট(MB) এবং ফাইলের অনুমোদিত টাইপ সমূহ png, PNG, jpeg, JPEG, bmp, doc, DOC, docx, DOCX, pdf, PDF, xls, xlsx, mp3, MP3, 3gp, 3GP, mp4, MP4, flv, FLV, avi, zip, rar)
৮. অভিযোগটি প্রিভিউ দিয়ে যাচাই করে নিতে প্রিভিউ দেখুন অংশের সাহায্য নিন।
৯. অভিযোগ দাখিল করতে অভিযোগ প্রেরণ অংশে ক্লিক করুন। (আপনার অভিযোগ দাখিল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে)।
অভিযোগ দাখিল করতে- এখানে ক্লিক করুন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস